শুক্রবার, ১৯ মে, ২০১৭

তুইময়



তুইময়
- যাযাবর জীবন

কেন চিন্তিত লাগছে তোকে?
আমার চিন্তা চেতনার লাগাম শুধুই আমার হাতে,
তোর সাধ্য কি আছে আমার চিন্তায় ঢুকে যেতে?
আমাকে পড়তে হলে আমার হতে হবে তোকে;

তোর চিন্তা চেতনা কেবলমাত্র আমায় ভালোবাসা
কিংবা ঘৃণা করার মাঝেই সীমাবদ্ধ,
তোর ধ্বনাত্বক ও ঋণাত্মক সময়ে;

আমার সকল সময়ই তুইময়।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন