শুক্রবার, ১৯ মে, ২০১৭

ইচ্ছার বদভ্যাস



ইচ্ছার বদভ্যাস
- যাযাবর জীবন

ইচ্ছায় গড়া
ইচ্ছায় ভাঙা
ইচ্ছায় ভালোবাসা
ইচ্ছায় ঘৃণা,
তুই আমি সকলে
ইচ্ছার দাস;

ইচ্ছায় কাছে টানা
ইচ্ছায় ছুঁড়ে ফেলা
ইচ্ছার বদভ্যাস।

সম্পর্ক রাখা আর না রাখা
ইচ্ছা মনের ইচ্ছা অভ্যাস।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন