রান্না করা স্মৃতি
- যাযাবর জীবন
উনুনে পা ঠেসে স্মৃতির হাঁড়িতে রান্না বসিয়েছিস চোখের জলে
ভালোবাসা পোড়াতে গিয়ে হৃদয় পুড়িয়েছিস
ঘৃণ-অনলে;
স্মৃতি কি পোড়ানো যায়?
আমার স্পর্শ কি পুড়ে গেছে তোর শরীর থেকে?
না কি আমার গন্ধ পোড়াতে পেরেছিস তোর মন থেকে?
বহুদিন হয়ে গেছে মাটির চুলোর রান্না খাই নি,
চুমু খাইনি তোকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন