রবিবার, ২১ মে, ২০১৭

খেলা খেলা



খেলা খেলা
- যাযাবর জীবন

প্রেম খেলতে খেলতে বড্ড মন ভরে গেছে আমার সাথে,
তাই না রে?
খুব বেশী ক্লান্ত হয়ে পড়লে একটু বোস আমার পাশে
একদণ্ড জিরিয়ে নে, আবার খেলার আগে;

কে জানে আবার কে কবে বসতে বলবে তোকে?
ক্লান্ত প্রেমখেলার পরে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন