তুইহীনা
- যাযাবর জীবন
ডুব মনের আয়নায়,
ভেসে উঠি তোতে।
মোহতে শুধুই ডুবে যাওয়া,
তোর;
তারপর হারিয়ে যাওয়া ভাটার টানে।
প্রেমের ডুবসাঁতারে আমি ক'বার পৌঁছেছিলাম তোর হৃদয় ঘরে!
অথচ তুই শুধুই তলিয়ে গিয়েছিলি মোহডুবে।
এখন বোধের ওপারে তুই
কান্না শুধুই জলভাঙার শব্দ তোর কানে,
বোধহীন মৌনতায় আমি
ভাঙন গুনে গুনে।
মোহতত্বের বধির বিস্ফোরণে
প্রেমের সুনসান নিস্তব্ধতা,
মন খারাপের কারাগারে বন্দি সময়
দুপুর
বিকেল
কিংবা রাতে কি এসে যায়?
তুইহীনা।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন