রবিবার, ২১ মে, ২০১৭

সুখাসুখ



সুখাসুখ
- যাযাবর জীবন

গরম পুড়তে পুড়তে যখন স্বার্থ পুড়ে
ধোয়া ওঠে পুরোটা সম্পর্ক জুড়ে,
অভিমান উড়তে উড়তে যখন কালোর ছোপ মেঘের পরে
মনপচা রাগ সম্পর্ক ধুয়ে নিয়ে কান্না হয়ে ঝরে;

অতিরিক্ত সুখ বা অসুখ দুটোতেই শরীর মোটা হয়
মাত্রাতিরিক্ত সুখ বা অসুখ, দুটোতেই মন ক্ষয়;

আমরা এক একজন এক এক ভাইরাসে আক্রান্ত,
তুই
আমি
আর বাকি সবাই;

সান্ত্বনার প্যারাসিটামল ছাড়া আর কিই বা দেবার আছে
তোর চিকুনগুনিয়া প্রেমে;

মনের অসুখ যত দীর্ঘস্থায়ীই হোক না কেন
এক সময় না এক সময় সেরেই যায়
কোন না কোন ছুতোয়;

আর নয়তো মন থেকে মনে সম্পর্ক হারায়।

শরীরের অসুখ যত দীর্ঘস্থায়ীই হোক না কেন
এক সময় না এক সময় সেরেই যায়
ক্রমাগত চিকিৎসায়;

আর নয়তো মাটি, মাটিতে হারায়।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন