শুক্রবার, ১৯ মে, ২০১৭

তুই'ই তুই



তুই'ই তুই
- যাযাবর জীবন

অন্ধকার ভালোবেসে
অন্ধকারে তুই
চাঁদনি ভাঙছে আমার ঠোঁটে
আয় তোকে ছুঁই;

তুই চাঁদনি তুই জ্যোৎস্না
তুইই আমার তুই।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন