শুক্রবার, ১৯ মে, ২০১৭

ভার্চুয়াল চাঁদ




ভার্চুয়াল চাঁদ
- যাযাবর জীবন

এই যে পরিবার
এই যে সংসার
ভালোবাসাবাসি আর দাম্পত্য
স্বামী স্ত্রী সম্পর্ক
কতটুকু বিশ্বস্ত?

একই ছাদের নীচে এক বিছানায় শুয়ে
দুজনে দুপাশ ফিরে ভার্চুয়ালে মত্ত
পরিবার সংসার বন্ধন দাম্পত্য সব গোল্লায়
ভার্চুয়াল সম্পর্ক সত্য;

আজ বিশাল এক চাঁদ উঠেছে
চাঁদনি বৃষ্টি ঝরাচ্ছে মনের চালে
চল ভিজি প্রেমে কিংবা কামে
দুজন ভার্চুয়ালে।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন