আজকের ভুল
- যাযাবর জীবন
ঝোলাঝুলি বারান্দাটায় চেয়ার দুটো পড়ে আছে অলস
বাইরে ঝুম বৃষ্টি,
চেয়ারের বড্ড মন খারাপ
একা ভিজতে কারই বা ভালো লাগে?
পাশের ছোট্ট টেবিলে দুটো শূন্য চায়ের কাপ
কাপ দুটোতে চা ঢালা হয় নি বহুদিন
চুমুক দেয় নি কাপে আদর করে,
কাপেরও তো ইচ্ছে করে
কেও এসে চুমু খেয়ে যাক গরম ঠোঁটে
মনখারাপের ঝুম বৃষ্টিতে।
আজ থেকে অনেক অনেক বছর পরে
কোন এক বৃষ্টির রাতে
হাত বাড়িয়ে চারিদিক শূন্য পেলে
দেখিস তোর মনটা খুলে খুলে,
যদি দেখিস মনের ঘরে বসে আছি
একলা রাতে খুব গোপনে
তবে জানিস আজ তুই
ভুল করেছিস,
ভুল করছিস;
ভুল করেছিস।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন