সম্পর্কের কাল
- যাযাবর জীবন
বিয়ের আগে -
বাবা মা - খুব আপন
ভাইবোন - ঠোকাঠুকি খুনসুটি
প্রেমিক প্রেমিকা - টক ঝাল মিষ্টি
স্বামী স্ত্রী - সে আবার কি?
বন্ধু বান্ধব - দিনরাত্রির সর্বক্ষণ।
বিয়ের পর পর -
বাবা মা - কর্তব্য
ভাইবোন - স্বার্থ
স্বামী স্ত্রী - দুজন দুজনার
প্রেমিক প্রেমিকা - বাজে কথা বোলো নাতো আর!
সন্তান সন্ততি - মন খুশি
বন্ধু বান্ধব - বিরক্ত করো না যখন তখন।
বিয়ের বহু বছর পর -
বাবা মা - গত
ভাইবোন - কালে ভদ্রে
প্রেমিক প্রেমিকা - স্মৃতির জাবর কাটা
সন্তান সন্ততি - যে যার রাস্তায়
স্বামী স্ত্রী - হয় দুজন দুজনার হয়ে ফেবিকল আর নয়তো দুজনার দুটি পথ দুটি দিকে গেছে বেঁকে
বন্ধু বান্ধব - যে যার সংসারে ব্যস্ত এখন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন