মন খারাপের বাতাস
- যাযাবর জীবন
তোর মনে কি মন খারাপের বাতাস বয়?
যখন তখন, আমার মত,
তোর মনেও কি মন খারাপ ছেয়ে রয়?
যখন তখন, আমার মত;
জানিস!
মাঝে মাঝে খুব ইচ্ছে করে বনে যাই
ইচ্ছে করে পথ হারাই,
কখনো ইচ্ছে ভাসি জলে
ফিরতে যদি না হয় আবার, তাও চলে;
মন খারাপের ড্রাম বাজে মাথার পরে
ইচ্ছে করে হারিয়ে যাই, চিরতরে।
দুপুরগুলো মনখারাপের অন্যরকম
বিকেলগুলো বিষণ্ণতায় যখন তখন
তোর কথা মনে হলেই;
তোরও কি এমন হয়?
মনের মাঝে আমার মত
মন খারাপের বাতাস বয়?
তবে চল ভাসি আজ স্মৃতির স্রোতে
আরেকবার মাখামাখি হই
পুরনো ভালোবাসাবাসিতে,
যেখানে হৃদয় খেলায়
হেরে গিয়েছিলাম তোতে।
তুই কি সত্যিই জিতে গিয়েছিলি?
আমা হতে;
তবে কেন'রে তোর মন খারাপ?
আজ, আমার সাথে সাথে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন