বুধবার, ২৪ মে, ২০১৭

প্রতিহিংসা



প্রতিহিংসা
- যাযাবর জীবন

রাগ পুড়তে পুড়তে মন কালো হয় ঘন হয়ে
অভিমান পাকলে কান্না হয়ে নেমে আসে সম্পর্ক ধুয়ে দিয়ে;
সব সম্পর্ক প্রেম না, ক্রোধান্ধের বুদ্ধিনাশ
বুঝতে বুঝতে, সম্পর্কের সর্বনাশ।

একটি মন-টোকার ব্যথায়
হাজারো সুন্দর স্মৃতিগুলো চাপা পড়ে যায়;

রাগ সর্বনাশী
প্রতিহিংসা বিধ্বংসী।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন