শুক্রবার, ১৯ মে, ২০১৭

দূরত্ব, তোর আমার



দূরত্ব, তোর আমার
- যাযাবর জীবন

রাত জানে দূরত্ব
ঘুম আর নির্ঘুম তোকে ভাবার,
ঘুম জানে দূরত্ব
বেঁচে থাকা আর না থাকার,
চাঁদ জানে দূরত্ব
চাঁদনি আর অমাবস্যার;

ভালোবাসা জানে দূরত্ব
তোর আর আমার।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন