শুক্রবার, ১৯ মে, ২০১৭

মোহের বসত




মোহের বসত
- যাযাবর জীবন

অনেকগুলো তারা ভাঙার পর সূর্য
সূর্যের ঘুম ভাঙার পর সকাল
তুই ভালোবাসার স্বপ্নঘুমে;

একদিন হঠাৎ চোখ মেলতেই
সূর্যের চাবুক জানিয়ে দেবে
প্রেম নিছক মোহের বসত;

প্রকৃতি ভুল শুধরে নেয় নিজস্ব নিয়মে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন