রবিবার, ৭ মে, ২০১৭

আমিই রাত




আমিই রাত
- যাযাবর জীবন

কত কাব্যই না লেখা হয় রাতে;
চাঁদ ও চাঁদনি
অমাবস্যা ও ক্ষরণ
ভালোবাসা ও দহন
রাত ও রাতপসারিণী;

আদতে রাতকে আমরা কতটুকু চিনি?

একবার ভুল করে রাতকে জিজ্ঞাসা করেছিলাম
কত মানুষের কত গল্পই তো শোনা হলো,
তোমার গল্প কি হে রাত?

রাত মুচকি হেসে উত্তর দিয়েছিল
রাতের গল্প - ঘন অন্ধকার;

খুব থমকে গিয়েছিলাম সেদিন,
মনের গোপন আয়নায়
খুব ভালো করে নিজেকে দেখে
নিজেই চমকে উঠলাম;
আরে, আরে!
আমিই তো রাত?





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন