রবিবার, ২১ মে, ২০১৭

অবসর



অবসর
- যাযাবর জীবন

কি ভয়াবহ সুন্দর গরম!
দমকা লু হাওয়া বইছে চারিদিক থেকে,
তোর আমার দমবন্ধ সম্পর্ক থেকেও ভ্যাপসা;

কখনো কখনো বলা কওয়া ছাড়াই ধুম বৃষ্টি
সাথে ঝড়-ঝাপটা
রাগে দুমড়ানো মোচড়ানো গাছগুলো ভেঙ্গে পড়ে থাকে কোথাও কোথাও,
তোর আমার ধুন্ধুমার প্রেমের মত;

কখনো কখনো জীবন বড্ড গুমোট হয়ে ওঠে
হঠাৎ মৃত্যুর আহাজারিতে;
আর একটু সময় অপেক্ষা কর,
খুব বেশী বাকি নেই আমার মাটি হতে;
তারপর পুরোটাই তোর অবসর।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন