পাখিডানায় গা ভাসিয়ে
- যাযাবর জীবন
সবারই ঘর থাকে
পাখি কিংবা মানুষের
অল্প কিছু পাখি যাযাবর,
আমার মত;
সবাইকেই ফিরতে হয় ঘরে
সন্ধ্যে ঘনিয়ে এলে
প্রকৃতি কিংবা জীবনে;
যাযাবরের ঘর থাকতে নেই
তাই কোথাও ফেরার তাড়া নেই।
রোদ পুড়ছে পুড়ুক
আমি হাটাঁপথে সরিষা পায়ে
ঝড় উড়ছে উড়ুক
আমি পাখিডানায় গা ভাসিয়ে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন