গড়ানো সময়
- যাযাবর জীবন
তুই চোখ মেলতেই সূর্যোদয়
তুই ঘুম ভাঙাতেই মন সকাল
তুই রোদ হতেই মন দুপুর
তুই বিষণ্ণ হতেই রোদ ঢলে যায়
তুই পাখি হতেই আমি আকাশ
তুই সূর্যাস্তে ঘরে ফিরতেই মন সন্ধ্যা,
তারপর তোর মন খারাপ
আমি রাত।
টিক টিক টিক টিক
সময় ঘড়ি এগিয়ে চলা
তুই স্বপ্নঘুমে
আমি জেগে থাকি রাত;
টিক টিক টিক টিক
বালুঘড়ির বালু ঝরা
একদিন সূর্যোদয়ে তোর স্বপ্ন ভাঙবে
আমি রয়ে যাব রাত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন