বোকারামের বোধন
- যাযাবর জীবন
ঢাক ঢোল কানারা বাজিয়ে
ধুমধাম গাঁয়ের লোক খাইয়ে
ঘরে বৌ এনেছে বোকারাম;
বাসর রাতে রমণ সুখে
বৌ এর মুখ থেকে ছিটকে বের হলো হরিনাম!
বোকারাম বোকা হয়ে কয়
ও কি বৌ! রমণে কোথায় গো হরির স্থান?
বৌ বলল, ওরে ও বোকা
কালে কালে শুনবে আরও কত কথা
কত সব মহা-মনীষীর নাম
যখন যেভাবে যেখানে যে গুরু
আমারে করেছিল দীক্ষাদান
পদে পদে আমি সেসকল গুরুর, চরণে করি গো প্রণাম;
সেদিন থেকে বৌ এর সাথে সাথে
চলতে ফিরতে
খেতে বসতে
শয়নে স্বপনে
ঘুম ও জাগরণে
কাম আর রমণে
বোকারামও জপতে লাগল
হরি
তোপসে
বুবাই
কানাই
আরও কত কত সব নাম না জানা গুরুজীর নাম।
একদা শ্বশুর বাড়িতে গিয়ে দেখে বোকা
সকল মহা-মনীষীই যে আছে সেথা
কেও মাসতুতো ভাই
তো কেও পাড়া'তো ভাই
কেও কর্মচারী
তো কেও পাশের বাড়ি
হরি, তোপসে, বুবাই, কানাই
মলয়, প্রলয়, গুরু সবাই
আছে তার শ্বশুরকুলে
জপত বৌ এর সাথে যে সকল নাম
আছে তারা সকলেই
শ্বশুরবাড়িতে সশরীরে বিদ্যমান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন