শুক্রবার, ২৯ আগস্ট, ২০১৪

অঙ্কুশ-তাড়না


অঙ্কুশ-তাড়না
- যাযাবর জীবন

দুপুরের তপ্ত চাঁদে আকাশে ছিপ ফেলে
অন্ধকার ধরেছি অনেক
জ্যোৎস্না ধরা হয় নি,
মাছের ডানায় ভর দিয়ে পাখা মেলার আগেই
আকাশ ভেঙ্গে পড়েছে মাথার ওপর;
রাতের কোমল সূর্যে নদীতে ডুব সাঁতারে
মেঘ ধরেছি অনেক
পানি ছোঁয়া হয় নি
পাখির ডানায় কতটুকু আর সাঁতার দেয়া যায়?
গভীর জলে বিচরণ তোর;
সকালের প্রেমের ইলশে গুঁড়িতে
বজ্র ওঠে দুপুরের ভালোবাসার নদীতে
বানভাসি আমি আশ্রয় খুঁজি আঁধারের তো'তে।

আমার আকাশ কুসুম কল্পনায় তুই চাঁদ অমাবস্যার
আমার ভালোবাসার আকাশে তুই চাঁদনি অধরার
ব্যবধান আকাশ পাতাল, আমা'তে আর তো'তে
ব্যবধান বয়সের
ব্যবধান সময়ের
ব্যবধান অনুভবের
ব্যবধান ভালোবাসার।

অন্ধ প্রেম অকাল বোধন, অন্ধকার দেখে চোখে
আলোকিত ভালোবাসা শুধু ভাগ্যবানের কপালেই জোটে;

কাক ভূষণ্ডী এ জীবন বয়ে কি হবে?
যদি তোকে নাই পেলাম।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন