শনিবার, ১৬ আগস্ট, ২০১৪

মধুচন্দ্রিমা


মধুচন্দ্রিমা
- যাযাবর জীবন

অন্ধকার চুঁইয়ে রাত্রি
প্রভাত চুঁইয়ে আলো
আকাশ চুঁইয়ে নীল
বেদনা বড্ড কালো;
মেঘ চুঁইয়ে জল
চোখ চুঁইয়ে কান্না
চাঁদ চুঁইয়ে জ্যোৎস্না
তোর মধুচন্দ্রিমা।

কোথায় হারিয়ে গিয়েছিস?
মন চুঁইয়ে ভালোবাসার দেয়াল বড্ড স্যাঁতস্যাঁতে
কান্নার পথ তো সমান্তরাল হতেই হবে
আমাকে ছাড়া তুই ভালো থাকিস কিভাবে?
এখানে ডুবছি আমি
ওখানে চাঁদনি
তুই ডুবেছিস ভালোবাসার ঘোরে।

বেদনা চুঁইয়ে অন্ধকার
আমি ছুঁয়ে দিতেই কান্না
কাঁচের স্বপ্নে হৃদয় কাটে আমারই
তোর মধুচন্দ্রিমা।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন