রবিবার, ৩১ আগস্ট, ২০১৪

খাদ্য কিনিও ক্ষুধার লাগি


খাদ্য কিনিও ক্ষুধার লাগি
- যাযাবর জীবন

ফুল স্পীডে ফ্যান
বড্ড গরম
উন্মত্ত শীৎকার
কাম চরম;
কে ঐ মেয়েটা? পাশে শুয়ে,
কারো না কারো তো মেয়ে
ঘুমিয়ে আছে ক্লান্ত হয়ে
পর পুরুষের বিকৃত অত্যাচার সয়ে।

একের পর এক
পর পুরুষের আনাগোনা প্রমোদঘরে
তাদের নোংরা বীর্য প্রমোদ-বালার দেহের পরে;
ঘরে পঙ্গু স্বামী, শিশু সন্তান
ক্ষুধার কামড়ে ক্রমাগত পেটে টান,
বেশ্যার দেহ বেচা উপার্জনে
স্বামী-সন্তানের পেট ভরে।

ওহে পর পুরুষ!
শিশ্নের ক্ষুধা মিটে গেলে
বেশ্যার বুকে শুয়ে
তৃপ্তির আবেশ কাটার পর;
বিবেকে আঁচর পরে কি?



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন