পাথর
- যাযাবর জীবন
কাকপুকুরে চাঁদ হাসলে বিনুনিতে চাঁদনি বেঁধে রাখিস তুই
ধুসর রাতে নূপুর না হয় আমিই পড়াব তোকে
সূর্যের কান্নায় অমাবস্যা হাসলে;
পাথরের কান্নায় ধুতুরা ফুটলে
তবেই ভালোবাসিস আমায়
যদি ভাসতে চাস বিষাদের বিষে।
আকাশের দুই চাঁদ নিয়ে কি করব আমি?
চাঁদনি'তো তোর কাছে;
পাথরে হৃদয় ঘষে কেন শুধু আগুন জ্বালাস
অশ্রু'তো তোর চোখে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন