ধ্রুবতারা
- যাযাবর জীবন
রাতের কথাগুলো দিনে অন্যরকম
রাতের লেখাগুলো সকালে বড্ড অচেনা লাগে
যেমন অচেনা লাগে আমার
নিজেকে নিজে,
সকালে
দুপুরে
সন্ধ্যায়
রাতে,
এক এক প্রহর
এক এক রূপে;
শুধু তোর চাঁদ মুখ ভাসে
মনের আকাশে;
বাকি সব হলোই বা অচেনা
তাতে আমার কিছুই যায় আসে না
তুই থাকিস ধ্রুবতারা হয়ে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন