শনিবার, ২ আগস্ট, ২০১৪

নানা রঙের সম্পর্ক



নানা রঙের সম্পর্ক
- যাযাবর জীবন

আমাদের দৈনন্দিন সম্পর্কগুলো
কাছের, দূরের
নানা রকম মানুষের সাথে
নানাবিধ মানুষগুলো নানা রঙের
নানা পদের, নানা ঢঙের।

মায়ের কোলে সন্তান
নিচ্ছিদ্র নিরাপত্তার সর্বোত্তম স্থান
বাবার কাঁধে যদি থাকে মাথা
নিশ্চিন্ত নির্ভাবনা মনেতে রয় গাথা
সন্তানের কাঁধে যদি বাবা-মা হয় ভার
কেন এত কম পড়ে যায় রে হায়!
সন্তানের বড্ড যে টানাটানির সংসার।

ছোট বেলায় ভাই-ভাই দুজনা দুজনার
বৌ ঘরে এলো তো আলাদা পরিবার
ভাই-বোন সম্পর্কটা জড়িয়ে থাকে মায়ায়
স্বার্থের সংঘাত তাতে যদি না ফাটল ধরায়।

বন্ধু-বান্ধব!
একরাশ পাগলামি
যথা ইচ্ছে তথা চলা
যা ইচ্ছে কথা বলা
নেই কোন সীমা'র গণ্ডি
তুই তোরা আমি তুমি।

প্রেমিক-প্রেমিকা?
বড্ড নাজুক এ সম্পর্ক
চপলতা, চটুলতা, রাগ, দুঃখ, ঘৃণা
মান অভিমান; কি নেই এতে?
তবুও হঠাত আসা দমকা বাতাসে
সম্পর্কে ফাটল ধরে, পারে না থামাতে।

স্বামী-স্ত্রীর সম্পর্ক?
সে তো রামায়ণ থেকে মহাভারত হয়ে
পাহাড় থেকে নেমে এসে সাগরে গিয়ে মেশে
হাঁড়ি খুন্তির লড়াইয়ের কথা কে না জানে?
তবুও সকলেই প্লেট পেতে বসে;
কখনো জাউ ভাত তো কখনো পোলাও
কখনো বৈশাখ তো কখনো হেমন্ত
কখনো তপ্ত দুপুর তো কখনো মধুচন্দ্রিমা
পরস্পর জড়িয়ে থাকে একে অন্যের সাথে
কখনো অভিমানে মুখ ফেরে তো কখনো পথ গোনে
ভালোবাসার স্পর্শের অপেক্ষার কড়ানাড়া
খুব অল্প ব্যতিক্রম বাদে আদতে বিশ্বাসের এ সম্পর্কটি
পরস্পর নির্ভরতায় ভরা।

সম্পর্ক গড়ে
সম্পর্ক ভাঙে
নানা রঙের নানা ঢঙের মানুষের সাথে
কারণে আর অকারণে।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন