মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০১৪

মন মাটি খেলা


মন মাটি খেলা

- যাযাবর জীবন

বেলায় বেলায় বেলা গড়ালো
নেচে গেয়ে হেসে খেলে
হলো, অনেক তো হলো!
মন বলে, আর বেঁচে তুই কি করবি রে মন
সন্ন্যাস সন্ন্যাসে মিলে নষ্ট গাঁজন
অনেক তো খেলা হলো
মন বলে এবার চলো, ঘরে চলো;
দরজা নাই
জানালা নাই
মাটির ঘর
আরামের শরীরে
ধর! এবার পোকায় ধর!!
তারপর মন আর আমি
মাটিতে মাটি।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন