শুক্রবার, ১৫ আগস্ট, ২০১৪

অভিমান কথা বলে


অভিমান কথা বলে
- যাযাবর জীবন

রাতের দরজা খুললেই ঝপ করে অন্ধকার
অন্ধকারের ওপারেই অভিমানের উঁচু দেয়াল;
যদি দেয়াল পাড়ি দেয় প্রেমিক হাঁচরে পাঁচরে
হোঁচট খাওয়া প্রেম অভিমানের পদতলে,
আর নয়তো প্রেম'ই মুখ থুবড়ে পড়ে
অভিমানের দেয়ালটা একটু বেশী উঁচু হলে;
একটু হয়তো চোখ থেকে টুপ করে দু-ফোঁটা কান্না
খুব সাময়িক, বিচ্ছেদে এটাই তো স্বাভাবিক;
তবে ক্ষতি কারোর'ই হয় না খুব বেশী,
না প্রেমিকের না প্রেমিকার;
আদতে "প্রেমের'ই সমাধি" অভিমানের সরোবরে
আর 'অভিমান' বিজয়ীর বেশে সদর্পে নৃত্য করে
'প্রেম'এর মাথার পরে;

অন্ধকারে ওপারেই নতুন সূর্য, নতুন কিরণ
জীবন ধেয়ে চলে আবার নতুনের সন্ধানে
নতুন প্রেম কথা বলে;
পুরানো প্রেম! কে কয়দিন মনে রাখে?
ক্রমাগত একই ধারা চলে আসছে সেই প্রেমের আদিকাল থেকে,
তুই তা বদলাবি কি ভাবে?


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন