সোমবার, ২৫ আগস্ট, ২০১৪

বোধের ওপারে বোধ



বোধের ওপারে বোধ

- যাযাবর জীবন

একে একে ছেড়ে যায় সবাই
আমাকেই;
কেও রাগে
কেও দুঃখে
কেও অভিমানে
আর আপনজনেরা একে একে চিরতরে অন্যভূবনে;
বোধহীন আমি ভেসে থাকি
বোধের সাগরে একা,
লাল নীল সাদা কালো সব বোধের ঝড়
সয়ে যাই নীরবে।

ভেবো না,
খুব সহসাই অন্যভূবনের ডাক আসবে আমারও;
তোমরাই রেখে আসবে আমায় সেদিন মাটির ঘরে
যারা মুখ ফিরিয়ে রেখেছ আজ
রাগে
দুঃখে
অভিমানে;
সেদিন কি দোলা লাগবে তোমাদের বোধের ঘরে?
বন্ধ চোখেও সেদিন আমি
দেখব ঠিকই তোমাদের মনের
লাল নীল সাদা কালো সব বোধের ঝড়;
অনুরোধ সেদিন
কেঁদো না।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন