রবিবার, ২৪ আগস্ট, ২০১৪

এভাবেই কেটে যায় সময়


এভাবেই কেটে যায় সময়
- যাযাবর জীবন

সূর্যের বৃষ্টি সারা দিনমান
ফোঁটায় ফোঁটায় তপ্ত গরম
দুপুর থেকে ঝরে পরে,
তীর্থের কাক চেয়ে থাকে আকাশ পানে
জ্যোৎস্না বৃষ্টির আশায়
গা জুড়োবে বলে,
মেঘবালিকার কালো মুখ
বিকেলের গোধূলি জুড়ে
বালিহাঁসের সারা গায় হিমেল অশ্রুকণা
সন্ধ্যেয় ঝরে পরে;
বেদনার বিবাগী সময়
বুনোহাঁসের ডানায় ভর দিয়ে
অজানায় উড়ে চলে;
ধুসর রাতে আধারের চোখে ছোপ ছোপ কান্নার দাগ
হৃদয়ের নীলঘরে আমার কারাবাস
স্পর্শের ওপারে তুই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন