শনিবার, ৯ আগস্ট, ২০১৪

"তুই"


"তুই"
- যাযাবর জীবন

'তুই' নামক এক যন্ত্রণা
কাঁদার, হাসার, ভালোবাসার
পুষে যাচ্ছি সেই বোধেরও আগে থেকে;
'তোকে' না পারি দেহে জড়িয়ে নিতে
না পারি ভুলে যেতে,
'তোকে' ছাড়া দিন কাটে না
'তুই'বিহীন রাত্রি আসে না;

'তুই' আছিস কোন না কোনভাবে
অষ্টপ্রহর জড়িয়ে আমায়
চিন্তায়
চেতনায়
স্বপ্নে
অনুভবে;
দিনে, মনের ঘরে
রাতে, ঘুমের ঘোরে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন