মঙ্গলবার, ১২ আগস্ট, ২০১৪

জীবন ঘুড়ি


জীবন ঘুড়ি
- যাযাবর জীবন

নানা রঙের ঘুড়ি ওড়ে নীলাকাশে
নানা রঙের লাটাই মানুষের হাতে
ছোট-বড় নানা মানুষের হাসি-আনন্দের চোখ থাকে রঙ্গিন ঘুড়ির দিকে
তারই ফাঁকে কিছু মানুষ নামক জানোয়ার খুব সঙ্গোপনে
দাঁড়ায় পাশে এসে বন্ধু বেশে
ঈর্ষার কাঁচি কিংবা ঘৃণার সিগারেট হাতে
খুব গোপনে লাটাইয়ের সুতোতে কাঁচি চালায়
কিংবা সিগারেটের একটু স্পর্শ সুতোর গায়
সুতো কেটে দূর আকাশ পানে ঘুড়ি উড়ে যায়
মানুষ লাটাই হাতে হতাশ চেয়ে থাকে
এভাবেই ক্রমাগত জীবন ঘুড়ির সুতো কেটে চলে
মানুষ নামক জানোয়ারের হাতে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন