বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০১৪

পার্থক্য


পার্থক্য
- যাযাবর জীবন

কাল আর আজকের মাঝে পার্থক্য অনেক
পার্থক্য সময়ের
অনুভবের
স্পর্শের
ভালোবাসার;
কালকের ভালোবাসা আজকের বেদনা
আজকের স্পর্শ কালকের ঘৃণা
দুপুরের রৌদ্রালো রাত্রির কালো
কেও বোঝে কেও বোঝে না;
কালকে প্রাপ্তি
প্রাপ্তিতে তৃপ্তি
প্রেমে প্রশান্তি
খুব সাময়িক;
আজকে বিচ্ছেদ
প্রেমে রাহুর ছায়া
মনে অশান্তি
তাও সাময়িক;
কেও বোঝে
কেও বোঝে না
ধৈর্য ধরার ধৈর্য নেই কারো
পেতেই হবে যেন চাহিবা মাত্র;
পার্থক্য কেও বোঝে না
চাহিদা আর প্রাপ্তির
কালকের আর আজকের
দুপুর আর রাত্রের।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন