আগে আর পরে
- যাযাবর জীবন
অতৃপ্ত চাওয়ায়
তুই না আমি?
জীবন থেকে সব পাওয়ায়
তুই না আমি?
ক্লান্তির সীমানায়
তুই না আমি?
মরণের আঙ্গিনায়
তুই না আমি?
চিরনিদ্রায় কে যাবে?
তুই না আমি?
চাওয়ার নেশা পাওয়ার আশা
তোর যেমন আমার তেমন
ক্ষুধা তৃষ্ণা কামের নেশা
তোর যেমন আমার তেমন;
মনের মাঝে ভালোবাসা
তোর যেমন আমার তেমন;
দেহ ভরা রোগের বাসা
তোর যেমন আমার তেমন;
যেতেই হবে ঘুমঘরে চিরতরে;
তোর আর আমার
দুজনেরই
সবাই জানে
সবাই মানে;
কে আগে আর কে পরে
কে জানে'রে
কে জানে?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন