বুধবার, ৬ আগস্ট, ২০১৪

এলোমেলো নস্টালজিয়া


এলোমেলো নস্টালজিয়া
- যাযাবর জীবন

এইতো সেদিন,
আধকপালি ব্যথাতে যখন মেঘ জমেছিল তোর পটলচোখে
আমি আধশোয়া তোর মাথার কাছে, তুই ছিলি আধোঘুমে
ডুকরানো বজ্রপাতে যেই না অঝোর বৃষ্টি নামলো
কিংকর্তব্যবিমূঢ় আমি নিয়েছিলাম তোর অশ্রু চুমে,
ঘুমভাঙ্গা আধচোখে যেই না তুই তাকালি
ওমনি সূর্যের উঁকি রাতের আকাশে
দূর হলো থিকথিকে গাঢ় বেকুব অন্ধকার
তুই হাসলি, ছড়িয়ে পড়লো চাঁদনি;
আলোকিত রাতের কথা কার না মনে পড়ে, অন্ধকার দিনে!

অনেক দিন নিক্বণ হাসি ভেসে আসেনি ঘুমঘোর স্বপ্নে
ঘুঙুরের ঝমঝম শব্দ শুনিনি বহুদিন বোবাকানে
আধকপালি মাথাব্যথাটুকু থাকুক অর্ধ-মানবের ছায়াসঙ্গী হয়ে
আবার সূর্য ওঠার আগে, মায়ারাতে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন