মঙ্গলবার, ৫ আগস্ট, ২০১৪

পানিপথের জীবন


পানিপথের জীবন
- যাযাবর জীবন

মানুষ মরে
মানুষ মরবে
পিপীলিকার মত মরছে প্রতিদিন
তলাফাটা নৌকোতে নৌকাডুবি
গাদাগাদি ভীরে লঞ্চ-ডুবি
পানিপথে চলবেই,
চলবেই প্রতিদিন।

আমরা দেখে যাব
কিছুক্ষণ উহ্ আহ্
তারপর প্লেট উপচানো ভাত নিয়ে
তরকারিতে ঝাল কিংবা লবণের কম-বেশে গলা ফাটানো;
মরছে মানুষ
মরছে প্রতিদিন
দিনে উঁহু আহা মরণ দেখে
রাতে প্রিয়ার বুকে রমণ সুখে;
তারপর, নির্লিপ্ত ঘুম।

মানুষ মরছে,
মরছে মনুষ্যত্ব,
মরছে প্রতিদিন।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন