চাঁদের সাথে ভাগাভাগি
- যাযাবর জীবন
প্রতিটি চাঁদনি রাতে মন কষাকষি চাঁদের সাথে
তাইতো চাঁদ'কে ভাগ করে দিয়েছি চাঁদনি
আমার ভাগে তুই;
কলঙ্কিত চাঁদ
কলঙ্ক সব আমার
শুভ্র চাঁদনি
শুভ্র তুই;
চাঁদের কলঙ্ক তোকে স্পর্শ না করুক
আমি দূরে সরে রই।
হাত বাড়িয়ে ধরতে জ্যোৎস্নার ঢল
উঠে আসে হাতে চটচটে নোনাজল
কত যুগ হয়ে গেছে কাঁদি নি আমি
তবুও রক্তের মাঝে অশ্রুর কোলাহল।
- যাযাবর জীবন
প্রতিটি চাঁদনি রাতে মন কষাকষি চাঁদের সাথে
তাইতো চাঁদ'কে ভাগ করে দিয়েছি চাঁদনি
আমার ভাগে তুই;
কলঙ্কিত চাঁদ
কলঙ্ক সব আমার
শুভ্র চাঁদনি
শুভ্র তুই;
চাঁদের কলঙ্ক তোকে স্পর্শ না করুক
আমি দূরে সরে রই।
হাত বাড়িয়ে ধরতে জ্যোৎস্নার ঢল
উঠে আসে হাতে চটচটে নোনাজল
কত যুগ হয়ে গেছে কাঁদি নি আমি
তবুও রক্তের মাঝে অশ্রুর কোলাহল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন