ঘর
- যাযাবর জীবন
একটা ঘর
ঝিল্লী ঝিল্লী
পিচ্ছিল দেয়াল
ধুকপুক ধুকপুক শব্দ
লাল লাল তরল
আসে যায় আসে যায়
ক্রমাগত ক্রমাগত;
ঘরটা একা, দরজা খোলা
নানা রঙের মানুষ
ঢুকে আর বের হয়
অবিরত কোলাহল ঘরের ভেতর
কেও থেকে যায়, লাল আরও লালচে হয়
কেও চলে যায়, লাল কালচে হয়
ধুকপুক ধুকপুক শব্দটা অবিরত রয়।
আমি নৈঃশব্দ্যের অপেক্ষায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন