ভয়
- যাযাবর জীবন
যেদিন ঝুম বৃষ্টি হবে
সেদিন খোলা আকাশের নীচে ভিজতে ভিজতে মনে করিস
এক প্রতিবন্ধী আধামানব তোকে ভালোবেসেছিল;
যেদিন আকাশে জ্যোৎস্নার প্লাবন হবে
সেদিন চাঁদের আলোয় ভিজতে ভিজতে মনে করিস
এক প্রতিবন্ধী আধামানব তোকে ভালোবেসেছিল;
আর যেদিন তোর চারিদিক অন্ধকার হবে
যেদিন কেও রইবে না পাশে
যেদিন বৃষ্টি হবে না আর পৃথিবীতে
যেদিন জ্যোৎস্নায় পূর্ণ-গ্রহণ হবে
সেদিন না হয় একবারেই চলে আসিস
প্রতিবন্ধী অর্ধমানব এর কাছে;
পাশাপাশি দুটো ছোট্ট মাটির ঘর
চেয়ে নিয়েছি আমি ওপরওয়ালার কাছে
জানিসই তো আমার একা থাকতে বড্ড ভয় করে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন