ভালোবাসা
- যাযাবর জীবন
ভালোবাসা মনের মাঝে বসত করে চিরদিন
ভালোবাসায় কাঁদা হাসা, ভালোবাসা অমলিন
ভালোবেসে সূর্যের হাসি ভালোবাসা জ্যোৎস্নার ঢল
ভালোবেসেই দুঃখ বিলাস ভালোবেসেই কান্নার ঢল।
আলো হবি হাসি হবি হাতটা যখন ধরে রইবি
দুঃখ হবি কান্না হবি যখন আমায় ছেড়ে যাবি
যখন যেথায় যেমন ভাবে যেমন করে চাইবি আমায়
তখন সেথায় তেমন ভাবে তেমন করেই পাবি আমায়।
তুই চাইলেই ভালোবাসার বৃষ্টি নামে আমার চালে
তুই চাইলেই কান্নার ঢেউ উথাল পাথাল মনের ডালে
ভালোবেসে বাঁচি আমি তোকে নিয়েই প্রতিদিন
ভালোবেসেই মরি আমি তুই বিহনে প্রতিদিন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন