হাসি কান্না
- যাযাবর জীবন
কেও কেঁদে হাসে
কেও হেসে কাঁদে
কেও বোঝে
কেও অভিমানে পথ খোঁজে;
কেও ওপরে হাসে ভেতরে কাঁদে
কেও ভেতরে হাসে ওপরে কাঁদে,
জীবনেরই অংশ হাসি-কান্না, দুঃখ-বেদন
জীবনের দৃশ্যপট পরিবর্তনের সাথে সাথে
অনুভূতির পরিবর্তন;
হাসি আনন্দের অনুভূতি
ছড়িয়ে দিতে হয় সবার মাঝে
সবাইকে হাসিমুখ দেখাতে হয়;
কান্না শুধুই নিজের
হাসিমুখে দুঃখগুলো বয়ে যেতে হয়
মানুষ থেকে সযতনে ঢেকে রাখতে হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন