বুধবার, ৪ নভেম্বর, ২০১৫

লোনা কাব্য



লোনা কাব্য
- যাযাবর জীবন

জলের বিছানায় শুয়ে
কান্নার মেঘ ছুঁয়ে দিতেই
তোর চোখ থেকে মুক্তা গড়ালো,
আমি ধরতে যেতেই অশ্রু হলো,
টুপ করে ঝরে পরতেই ঝর্ণা;
সময়ের পিঠে চেপে কুলকুল রবে সাগরে পড়তেই
সাগরের জল লোনা;
ভাগ্যিস সেদিন তোর অশ্রু ধরতে পারি নি!
তাই তো আজো লোনা কাব্য লেখা হয়
জলের বিছানায় শুয়ে
ফোঁটা ফোঁটা কান্না গড়ায়
চোখের কোল বেয়ে;
তোর কথা মনে হলে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন