ভালোবাসার নোনাবাতাস
- যাযাবর জীবন
আমার অশ্রু কান্নার
তোর অশ্রু ভালোবাসার
নোনা হতে হতে ভালোবাসাও কান্না হয়
কান্নার অশ্রু'তো আর ভালোবাসা নয়;
আমরা বেদনায় কাঁদি
কাছে আসা আর না আসার
পরস্পর ছুঁতে পারা আর না পারার
দুজন দুজনকে ভালোবাসা আর না বাসার;
তবুও আমরা প্রতিদিনই ভালোবাসি
প্রতিদিনই ঘৃণায় জ্বলি
চোখেতে বাষ্প গড়ি
বাতাস নোনা করি,
কারণে আর অকারণে;
যখন তখনই আমাদের মনে নোনাবাতাস বয়
সব লবণজল'তো আর কান্না নয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন