শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫

ব্যঞ্জনপ্রেম



ব্যঞ্জনপ্রেম
- যাযাবর জীবন


অস্থির অসময়ের অদৃশ্য বলয়ে সকলেই যেন অশান্ত
আকাঙ্ক্ষিত আগামীর আশায় আঙিনা জুড়ে আকুল আষাঢ়ে স্বপ্ন
ইঁচড়েপাকা ইচ্ছেগুলো ইতস্তত মুখ থুবড়ে ইষ্টিশনে পড়ে থাকে বিকল ইঞ্জিনের মত
ঈশানকোণে ঈর্ষামেঘের ইঙ্গিতে ঈর্ষাকাতর মনে ঈর্ষানল জ্বলে উঠলেই ভালোবাসা ঈগল ডানায়
উম্মাদিয় উপস্থাপনার উপহাসে উৎসর্গ উভয়ের প্রেম উপাখ্যান
ঊর্বশীর ঊরুসন্ধির ঘ্রাণে ঊর্ধ্বশ্বাস ঊনকোটি ঊর্মিমালীর
ঋতুতে ঋতুতে রঙ বদল প্রকৃতি ও নারীর, ঋণ শুধতে হয় শুধুই নরের
একা একা চলার পথে এলেবেলে একটু হাওয়ায় এটেল মাটির ন্যায় এঁটে বসে একাকীত্ব
ঐকান্তিক প্রচেষ্টায় ঐকল্য ঘুচিয়ে দিয়ে ঐতিহাসিক হতে পারাই যেন আজকালকার প্রেমের ঐতিহ্য
ওড়নার তলে ওম নিতে ওৎ পেতে থাকা প্রেমিকের ওষ্ঠ শুকিয়ে আসে হিসেবের ওলোটপালট হলে
ঔজ্জ্বল্য মরে যায় ভালোবাসার, ঔদ্ধত্যে কিংবা ঔদাস্যে।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন