বুধবার, ৪ নভেম্বর, ২০১৫

দুঃখ-বিলাস



দুঃখ-বিলাস
- যাযাবর জীবন

কবিতার খাতায় গল্পও লেখা যায়
জীবন'তো আর কবিতা নয়;
কেও স্বপ্নেও কবিতা লেখে
কারো জীবন কণ্টকময়;
আমি না হয় দু:খই লিখলাম চাঁদনী মনে করে
তোর জীবন হোক জ্যোৎস্নাময়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন