বাকি
- যাযাবর জীবন
সেদিন হাতে হাত ছোঁয়া লাগতেই তুই অবাক
কেঁপে উঠেছিলি তোর ঠোঁট;
চিবুকে হাত বুলিয়ে দিতেই হয়েছিলি নির্বাক
ভয়ে কাঁপছিল তোর বুক;
ঠোঁটে ঠোঁট ছোঁয়াতেই তুই আমার হলি
বুকের ভেতর আপন করে জাপটে নিলি;
বাতাসে ভালোবাসার গন্ধ পাচ্ছিস কি?
তবে কেন খোঁপায় বেলি জড়ালি?
বড্ড ইচ্ছে হচ্ছে একটু তোর গাঁয়ের গন্ধ শুঁকি
আচ্ছা, আজ থাক;
ওটা না হয় রইলো বাকি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন