গন্ধ
- যাযাবর জীবন
খৈ ফোটে বালুতে
মরুর গরমে
তপ্ত দুপুরে;
তোর চোখে ঘৃণা
পুড়ে যাই আমিও
তাকালে অন্ধকারে;
কেও পোড়ায় ভালোবাসায়
কেও ভালোবাসাটাই পুড়িয়ে ফেলে
ঘৃণার আগুন জ্বেলে;
লু বাতাসে প্রেম পোড়া ছাই ওড়ে
যেখানে সেখানে,
এখনো কোথায় জানি
হৃদয় পোড়া গন্ধ ভাসে
ঈর্ষার আগুন তলে;
আমি তো কবেই ডুব দিয়েছি
দিঘির শান্ত জলে। ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন