বুধবার, ৪ নভেম্বর, ২০১৫

অন্ধকারের ওপারে


অন্ধকারের ওপারে
- যাযাবর জীবন

মনের গহীনে যখন অন্ধকারের কোলাহল
দুপুরের বুক চিরেও নামে অমাবস্যার কালো ঢল,
শীতের কুয়াশা যেন রাতের জ্যোৎস্না ঢাকা চাদর
সেই কতকাল হয়ে গেছে! তোকে করি নি সেভাবে আদর;
ইদানীং বড্ড মন কেমন করে
তোর তরে, তোর তরে,
তোকে বড্ড বেশি মনে পড়ে
আলো কিবা অন্ধকারে।
কোথায় তুই?
জ্যোৎস্নার ছায়াতলে?
নাকি অমাবস্যার ওপারের আলো ঘরে?
অন্ধকারের বিষণ্ণ গান বাজে অশরীরী সুরে
তোর কথা মনে হলে
মনঘরে, মনঘরে।
মনের গ্রহণে চোখে পর্দা পড়লে
হারিয়ে যায় মনের মানুষ অন্ধকারের ওপারে
চিরতরে, চিরতরে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন