ঘুমঘোরে স্বপ্নদের ঠুকঠাক
- যাযাবর জীবন
অনেক দিন হলো গল্পটা অসমাপ্ত রয়ে গেল
অনেক দিন হলো কবিতাটা লেখা হলো না
অনেক দিন হলো ছবিটা আঁকা হলো না
ইদানীং কোন কিছুরই ইচ্ছে জাগে না;
বেলা কেটে যায় ছোট ছোট ভাত-ঘুমে
স্বপ্নেরা আসে ছোট ছোট স্প্যানে
মাথায় ঠোকর দিয়েই উড়ালডানা,
বড্ড বিরক্ত লাগে;
পানিতে বাতাস ঠোকরায় মাছগুলো
গাছে কাঠঠোকরার ঠুকঠুক ঠুকঠুক
স্বপ্নদের ঠোকরের আমার মাথায় তবলার তালে
আর ঠোঁট ঠুকরে মধু খেয়ে যাস তুই ঘুমঘোরে
আমি রক্তের স্বাদ পাই ঘুম ভেঙ্গে;
অসমাপ্ত রয়ে যায় জীবনের ছোট ছোট গল্পগুলো
অসমাপ্ত ছবি আর কবিতাগুলো
স্বপ্নে অধুরা তুই
অসমাপ্ত আমি;
ঘুমঘোরে স্বপ্নদের ঠুকঠাক
বেশ কেটে যাচ্ছে জীবন, অতৃপ্ত তৃপ্তিতে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন