রবিবার, ৮ নভেম্বর, ২০১৫

শুকনো একা



শুকনো একা
- যাযাবর জীবন

চোখের বাইরে পুরো পৃথিবী
ভেতরে শুধুই তুই
মনের ভেতর কতজনের উঁকি!
আমি মন-বন্ধ করে রই,
চারিদিকে মানুষের ঢল
আদতে মন একা
বুকের এপাশটায় তোর বাস
ওপাশটায় ব্যথা।

পাহাড়ি ঝর্ণায় পাথরের ওপরে যতই শ্যাওলা জমুক
ভেতরটা রয়ে যায় শুকনো খটখটে,
পাথর ভাঙ্গতে পেরেছে কে, কবে? হৃদয়ের আঘাতে;
ঝর্ণা জলে তৃপ্তি মিটিয়ে নে
লবণ হওয়ার আগে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন