দেয়া নেয়া
- যাযাবর জীবন
সম্পর্কগুলো বেশিরভাগই স্বার্থ সংশ্লিষ্ট
অর্থ
ভালোবাসা
কিংবা শরীরবৃত্তীয়;
গ্রহণ করতে হয় ততটুকু
দানের ক্ষমতা আছে ঠিক যতটুকু
হোক সে অর্থ
ভালোবাসা
কিংবা অন্যকিছু;
আর নয়তো লোভের শুরু বিন্দুতে
পাপ গড়ায় সিন্ধুতে
স্বার্থে কিংবা ভালোবাসায়
অথবা নিছক মন দেয়া নেয়ায়;
দানের আনন্দ বোঝে সে
মন খুলে দিতে পারে যে
অর্থ
ভালোবাসা
কিংবা অন্যকিছু;
গ্রহণের মাঝে আছে শুধুই দৈনতা
হোক সে অর্থ
স্বার্থ
কিংবা নিছক ভালোবাসা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন